মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি// নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবককে আর্থিক জরিমানাসহ কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ৯ জুন বৃহসপতিবার দুপুরে নড়াইল সরকারী মহিলা কলেজের সামনে সহকারী কমিশনার ভূমি মোঃ রুহুল কুদ্দুস মোবাইল কোর্টের ১৮৬০এর ৫০৯ ধারায় দন্ডাদেশ দেন।
সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকমল আলীর ছেলে ইজাজুল কে ৩০ হাজার টাকা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড, ইস্রাফিল সিকদারের ছেলে ইসমাইলকে ২০ হাজার টাকা অনাদায়ে ২ মাসের কারাদন্ড এবং মোকাদ্দেস কাজির ছেলে মিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন । দন্ডাদেশ প্রাপ্ত ৩জনই একই এলাকার।সহকারী কমিশনার ভূমি মোঃ রুহুল কুদ্দুস বলেন,অপরাধিরা একটি স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে অশালীন কথা বার্তা বলাসহ তার হাত ধরতে উদ্দত হয়েছিলো । মোবাইল কোর্টের ১৮৬০এর ৫০৯ ধারায় আমরা তাদের শাস্তি দিয়েছি।
তিনি আরও বলেন, এ শাস্তির মাধ্যমে সমাজ ও অভিবাকের কাছে একটি বার্তা পৌছে যাক যে, মেয়েরা বর্তমান সরকার ও এই আইনের শাসন সবসময় মেয়েরা স্বাধীন থাকুক তারা নিরাপদে নির্ভয়ে স্কুল কলেজে যেতে পারে। এ আইনের ভয়াবহতায় কোন মেয়ে কোনরকম বখাটে স্বীকার হতে হবেনা বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।