মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,বর্তমান অনির্বাচিত সরকার জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে। জাতিকে রাহুমুক্ত করতে ইস্পাত কঠিন গণআন্দোলন গড়ে তুলতে হবে। রাজপথে নামা ছাড়া এই সরকার বিদায় হবেনা।গতকাল শনিবার যশোর নগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দ্রব্যমূল্যের যাঁতাকলে মানুষ অতিষ্ঠ। দাম বাড়েনি এমন কোনো পণ্য আর অবশিষ্ট নেই। চারদিকে হাহাকার। এই অবস্থায় দুর্ভোগের শিকার মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকার বাজেট ঘোষণা করে বাহবা নেওয়ার চেষ্টা করছে। অথচ এই বাজেটে গরিব মানুষের উপকারে কিছু নেই। যা আছে তা ধনীদের জন্য।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
নগর বিএনপির আহ্বায়ক মারুফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, সাবেরা নাজমুল মুন্নি, মোহাম্মদ মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী, এহসানুল হক সেতু কাজী আজম।সাংগঠনিক রিপোর্ট পেশ করেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনির আহম্মদ সিদ্দিকী বাচ্চু।সম্মেলনে শীর্ষ পাঁচজন নেতার নাম ঘোষণা করা হয়। নগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম মুল্লুক চাঁন, সাধারণ সম্পাদক হয়েছেন এহসানুল হক সেতু। এছাড়া, জহুরুল হক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ সাবেরুল হক সাবু ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।