মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ ( সঃ) কে নিয়ে কটুক্তি ও কু- রুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লোহাগড়া উপজেলার বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান।
ভারতের ( ক্ষমতাসীন দল) বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) সম্পর্কে কু- রুচিপূর্ন মন্তব্যের প্রতিবাদে ১২ জুন রবিবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি লোহাগড়া জামে মসজিদ থেকে শুরু করে লোহাগড়া বাজার হয়ে উপজেলার সামনে সমাবেশ করে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সমাবেশের আয়োজন করে লোহাগড়া উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সর্বস্তরের মুসলমানেরা। ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তারা বলেন, নুপুর শর্মা ও নবীন জান্দালকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাসি নিশ্চিত করতে হবে। বক্তারা ভারতীয় পণ্য বর্জনের ও ডাক দেন। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবী করেন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।