এম.কে.জামান সুমন,ঢাকা // সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিভিন্ন আবাসিক এলাকায় ক্লিনওয়াট এর উদ্যোগে ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অপসোনিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনায় রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকায় ক্লিনওয়াট এর প্রজেক্ট ম্যানেজার ইমতিয়াজ খান বনির তত্বাবধানে ও এরিয়া সুপারভাইজার মোঃ আশিক হোসেন এর পরিচালনায় পানি বিশুদ্ধকরণ ও নিরাপদ পানি পান করার উপর এক ক্যাম্পেইন প্রোগ্রাম শুরু হয়।
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিভিন্ন আবাসিক এলাকায় ক্লিনওয়াট এর টীম কাজ করে। ক্লিনওয়াট এর ৩ ধরনের পানি বিশুদ্ধকরণ মেডিসিন ও লিকুইড ক্যামিকেল যা ১ চামচ/ ৩.৭ গ্রাম বা আড়াই চামচ/ ৯.২৫ গ্রাম ব্যাবহারে মাত্র ৩০ মিনিটে ২০ থেকে ৫০ লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম। প্রতিটি প্যাকেজের মূল্য ২০০/-, যা ৫০ লিটার পানি বিশুদ্ধ করতে পারে। তবে, ক্যাম্পইন চলাকালে অফার প্রাইজ ১৮০/- নির্ধারণ করা হয়েছে। অফারের সময় দুটো প্রোডাক্ট এক সাথে ক্রয় করলে পাচ্ছেন একটি ৫০ লিটারের পানির জার একদম ফ্রি পাবেন।
রাজধানী সহ সারাদেশে ক্লিনওয়াট এর মেডিসিন ব্যবহারের ফলে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন- কলেরা,ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি থেকে পরিত্রান মিলবে, ক্ষতকারক ভাইরাস ধ্বংস করবে, পানির ph নিয়ন্ত্রণ থাকবে, দূর্গন্ধ দূর হবে, যে কোন পানির উৎস করবে নিরাপদ। মানুষ থাকবে সুস্থ। এমনটাই প্রত্যাশা সচেতন করেন নগরবাসীর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।