পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে মঙ্গলবার বোয়ালিয়া বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও অনুস্ঠিত হয়েছে। ঘোড় দৌড় প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান। প্রধান অতিথি বলেন, সকলের সহযোগিতা থাকলে এ ধারা অব্যাহত থাকবে।
মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আকরাম হোসেন, এ এস আই রিপন হালদার, অতিথি আয়ুব হোসেন, রাশেদ আলী মোড়ল প্রমূখ।প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহন করেন। প্রথম স্থান অধিকার করেছে অভয়নগরের মোঃ নিছার ফকির, ঘোড়ার নাম বাদশা,দ্বিতীয় স্থান অধিকার করেছে অভয়নগরের হাজী জামাল চৌধুরী, ঘোড়ার নাম পাখি-২,তৃতীয় স্থান অধিকার করেছে মহম্মদপুরের মোঃ মিজানুর রহমান, ঘোড়ার নাম কালাচাঁদ। প্রথম পুরষ্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার সাত হাজার টাকা ও তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা। অন্যান্য অংশগ্রহনকারী দলের প্রত্যেককে দুই হাজার টাকা করে শান্তনা পুরষ্কার দেওয়া হয়।সরেজমিনে দেখা যায়, ঘোড় দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার আবাল-বৃদ্ধ-বনিতা দর্শক অংশগ্রহন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।