পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার (১৫ জুন) দুপুরে আশুতোষ হালদারের দুই তলায় অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রিজাউল ইসলাম মোড়লের সঞ্চালনায় এবং বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাজার কমিটির প্রধান উপদেষ্টা ও মঙ্গলকোট বহুমূখী সমবায় সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসন বিশ্বাস, উপদেষ্টা আব্দুল জলিল সরদার, উপদেষ্ঠা আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, আশুতোষ হালদার, সাবেক ইউপি সদস্য মহাতাব উদ্দীন সরদার।
বক্তব্য রাখেন, সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ আল-আলাল- দিলু, সোহেল দফাদার, শ্রমিক নেতা আকরাম হোসেন, আলী আহমেদ প্রমূখ।
উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ সমিত রায়, ডা: আক্তার হোসেন, ইউছুপ আলী, শ্রমিক নেতা আব্দুস সামাদ গাজী, মিনাজ, কামরুল ইসলাম, ডাঃ তাপস সরদার, মোসলে উদ্দীন সরদার, আব্দুল গফুর বিশ্বাস, হযরত আলী, শফিকুল ইসলাম, সুমন সরকার, রফিকুল ইসলাম মোল্লা, জোবান আলীসহ প্রায় দুইশত সদস্য।
মঙ্গলকোট বাসষ্ট্যাণ্ড বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন, এ বাজারটিতে ১৯৭ টি ছোট-বড় বানিজ্যিক প্রতিষ্ঠান আছে।
তাছাড়া, এপার-ওপার মিলে মোট ৪৫৪ জন ব্যবসায়ী ব্যাবসা পরিচালনা করে থাকেন। বাজার ঘেঁষে রয়েছে, শহীদ খালেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলকোট ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি, বাজার সংলগ্ন দুইটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কিল্ডার গার্টেন বিদ্যালয়, দুইটি মাদ্রাসা, মঙ্গলকোট ভূমি অফিস, একটি পোস্ট অফিস, মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, পশুহাট, পানহাট। এই বাজারে সংলগ্ন গড়ে উঠেছে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ভবনটি। বাজার উন্নয়ন কল্পে একটি বানিজ্যিক ব্যাংক বিশেষ প্রয়োজন।
মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির প্রধান উপদেষ্টা ও মঙ্গলকোট বহুমূখী সমবায় সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসন বিশ্বাস বলেন, এ ইউনিয়ন সংলগ্ন কয়েকটি বাজার, মৎস্য ঘের, গরুর খামার, মুগীর খামারসহ অনেক প্রতিষ্ঠান আছে যার অধিকাংশ লোকজন মঙ্গলকোট বাজারগামী।
এই বাজারে কোন বাণিজ্যিক ব্যাংকের শাখা নেই। বাজার কমিটি ও এলাকাবাসীর প্রধান দাবি ঐতিহ্যবাহী মঙ্গলকোট বাজারটিসহ এলাকার উন্নয়নকল্পে যে কোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করার জন্য প্রধান অতিথির মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
সম্প্রতি প্রয়াত সাবেক ক্যাশিয়ার বিশিষ্ঠ ব্যবসায়ী ইজাহার উদ্দীন-এর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। বাজারের সকল দোকান সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত বন্ধ ছিল।অনুষ্ঠান শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়, যা একটি মিলন মেলায় পরিনত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।