খুলনার খবর // সারাদেশ ব্যাপি ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চালু হয়েছে।প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট এরই ধারবাহিকতায় শালিখা থানাধীন ৭নং গঙ্গারামপুর ইউনিয়নের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় ফাইনালে এসেছে বঙ্গবন্ধু টুর্নামেন্টের পক্ষ থেকে পুলুম সরকারি প্রাঃবিদ্যালয় ও পি কে সরকারি প্রাঃবিদ্যালয়।এবং বঙ্গমাতা টুর্নামেন্টের পক্ষ থেকে গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়।এ খেলায় পুলুম সঃপ্রাঃ বিঃ ১ গোলে, এবং মধুখালি সঃপ্রাঃ বিঃ ১ গোলে জয় লাভ করে।
এসময়ে উপস্থিত ছিলেন,গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল হালিম মেল্যা,ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদুল বারী,এবং ইউনিয়েনর মেম্বর মহদয় ও শিক্ষক শিক্ষিকাগন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় শিশু কিশোর কিশোরীদের ক্রীড়াঙ্গনের প্রতি আরো মনোযোগী করার লক্ষ্যে পুরষ্কার বিতরন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।