এস,এম শামীম,দিঘলিয়া খুলনা // উপজেলাধীন সেনহাটি ইউনিয়নের বাতিভিটা এলাকার প্রধান সড়কের পুননির্মাণ কাজের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এবং ৪০ দিনের কর্মসুচির কাজের লোক দিয়ে উক্ত সড়কের পুননির্মাণ কাজ করানো হয়।
উক্ত সড়কটি পুনঃসংস্কার হয়ে গেলে ঐ সড়কের বেঁচে যাওয়া আনুমানিক দেড় হাজার ইটের ভাঙ্গা অংশ উক্ত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আসাদুজ্জামান বিক্রি করে দেয় বলে যানা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ঐ সড়কের বেঁচে যাওয়া ইট ইউপি সদস্য আসাদুজ্জামান প্রথমে তার একজন কাছের মানুষ সাহিদুল এর বাড়িতে রেখে দেয়।পরে সেখান থেকে ২ ভাগে ভাগ করে প্রথমে আব্দুর রসিদ এবং পরে শাহ আলম এর কাছে বিক্রি করে।যার মুল্য প্রায় ১৫ হাজার টাকা।
এবিষয়ে উক্ত বাতিভিটা এলাকার বাসিন্দা শাহ আলম এর বাড়িতে গিয়ে দেখা যায়,ঐ ইট রাখা আছে।পরে বাড়ির মালিক এর কাছে বিষয়টি জানতে তাকে খোঁজ করলে জানা যায়,শাহ আলম বাড়িতে নেই,পরে অপর ইট ক্রয়কারী রশিদ এর বাড়িতে গিয়ে দেখা যায় ঐ ইট দিয়ে তিনি খোয়া ভাঙ্গিয়ে ফেলেছে।
বিষয়টি জানতে বাতিভিটা ১নং ওয়ার্ড ইউপি সদস্য আসাদুজ্জামান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকেও বাড়িতে পাওয়া যায়নি।তার ব্যাবহারিত মোবাইল ফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে বাতিভিটা এলাকার কিছু সাধারণ মানুষের কাছে সরকারী রাস্তার ইট বিক্রয় করার বিষয় জানতে চাইলে কেউ মুখ খুলতে রাজি নয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।