শিবচর প্রতিনিধি // আসছে ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। আর ঐতিহাসিক এই অর্জনকে স্মরণীয় করে রাখতে মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ঘাটে ছয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান,বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় জেলা প্রশাসন ছয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শিবচরের বাংলাবাজার ঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন দেশবরেণ্য সংগীত শিল্পীরা।
শিল্পীরা হলেন,খুরশীদ আলম, মমতাজ বেগম, খাইরুল আনাম শাকিল, প্রতীক হাসান, প্রিয়াঙ্কা গোপ, ইমরান, রাজিব, কনা, ঐশী, মেহরীন, সজীব প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বর্ণাঢ্য লেজার শো ও আতশবাজি ফোটানো হবে। এছাড়াও থাকবে নৃত্য ও কোরিওগ্রাফি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।