এস,এম শামীম দিঘলিয়া // খুলনার দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় ভার্চুয়ালে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগদান করেন খুলনা জেলা প্রশাসক জনাব মনিরুজ্জামান তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,কৃষি অফিসার আব্দুস সামাদ, প্রানী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কর্মশালার ১০ টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে ছিল নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।