সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // ডুমুরিয়ায় রাতের আঁধারে এক স্কুল শিক্ষকের শত বছরের ভোগ দখলীয় মৎস্য ঘের লুট ও বেড়িবাঁধ দিয়ে জবর দখল করে নিয়েছে প্রতিপক্ষরা।
গত (২৩ শে জুন বৃহস্পতিবার )দিবাগত গভীর রাতে সিঙ্গের বিলে এ ঘটনা ঘটে।এ সংবাদে ডুমুরিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) তন্ময় মোহান্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।
উপজেলার আঙ্গারদহা গ্রামের মৃত আব্দুল হাকিম মোড়লের ছেলে ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কালাম মোড়ল জানায়, চয়ড়া মৌজার সিঙ্গের বিলে পৈত্রিক সূত্রে প্রাপ্ত মৎস্য ঘেরটিতে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কিন্তু বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একই গ্রামের মৃত আব্দুল বারিক মোড়লেন ছেলে রওশন মোড়ল ও আব্দুল হালিম মোড়ল,রওশন মোড়লের ছেলে বিপ্লব মোড়ল, মৃত ভোলাই সরকারের ছেলে রমজান সরদার,মৃত ঈমান আলী মোড়লের ছেলে আসাদ মোড়ল, নিজাম শেখ ও রেজাউল ইসলাম সহ ২৫/৩০ লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে তার মৎস্য ঘেরে অনাধিকার প্রবেশ করে মৎস্য ঘেরের মাছ লুটপাট ও ঘেরের ভিতরে বেড়িবাঁধ নির্মান করে জবর দখল করে নিয়েছে।
কালাম মোড়ল আরও জানায়,যে জমিটি রওশনরা জবর দখল করেছে, সেটা তাদের কাছ থেকে দুই দফায় টাকা নিয়ে রেষ্ট্রি করে দিয়েছে। তারপরও জমিটি জবর দখল করে নিল।
এদিকে রওশনদের বিরুদ্ধে জমি বিক্রয় করে সেই জমি আবার জবর দখলের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মোস্তাফিজুর রহমান শেখ নামে অপর এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত জমিটির উপর শান্তি শৃংখলা রক্ষার্থে ১৪৪/১৪৫ধারা জারি করেন। তারপরও রওশন গংরা আদালতের আদেশ অমান্য করে জমিটি জবর দখলের পায়তারা করছে।এব্যাপারে রওশন মোড়ল বলেন, জমিটি তাদের তাই তারা বেঁধে নিয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) তন্ময় মোহান্ত বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। বিস্তারিত ওসি স্যারকে জানিয়েছি। স্যার যে নির্দেশনা দেন, সে মোতাবেক কাজ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।