পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কেশবপুরের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের ১০০ কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
পাঁজিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শওকত হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস। (প্রধান অতিথি এম,এম আরাফাত হোসেন-এর অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস।)
বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে,পাঁজিয়া আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,শিক্ষক আহসান উল্লাহ,শিক্ষক নাসরিন সুলতানা লিপি, জ্যোসনা সরদার,বিআরডিবির হিসাব সহকারী অনুপ শীল,মাঠ সংগঠক সোনিয়া খাতুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।