খুলনার খবর // খুলনার বয়রা এলাকায় স্কুলের শিক্ষিকা আফসানা শারমিন শিমু (৪২) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশ তার স্বামী আব্দুর রহিম শিকদারকে জিজ্ঞাসাবাদ করেছে। আব্দুর রহিম শিকদার ইন্টারনেট পার্টস ব্যবসায়ী ও বয়রা কলেজ রোডে সাত্তার ঢালী লেন এলাকার বাসিন্দা।
স্কুল শিক্ষিকার মা মোসা. হালিমা খাতুন জানায়, গত ২৫ জুন রাতে তার মেয়ে শিমুকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়।এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। থানায় অভিযোগ করলে পুলিশ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করলেও শিমুর সন্ধান পাওয়া যায়নি।
স্কুলের পরিচালক মো. জাহাঙ্গীর ইসলাম জানান, আফসানা শারমিন শিমু একজন অভিজ্ঞ শিক্ষক। গত তিনদিন ধরে তিনি স্কুলে আসছেন না।এতে সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার মিত্র জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ২৫ জুন রাত আড়াইটার দিকে ওই শিক্ষিকা ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।তার ব্যবহৃত মোবাইল ফোনও বাড়িতে রেখে গেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।