পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুরে ভাসমান বেডে সবজি চাষ দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই কচুরিপানা দিয়ে তৈরী ভাসমান বেডে সবজি ও মসলা চাষকে আরো গতিশীল করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠপর্যায় কৃষকদের আত্মকর্মসংস্থান ও পরিবারের আয়ের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ও পতিত জমি আবাদের আওতায় আনতে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় এলাকার দরিদ্র কৃষকদের প্রশিক্ষণ,কারিগরি সহায়তাসহ চাষিদের নিয়ে মাঠ দিবস পালন করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২৬ জুন) বিকালে সদর ইউনিয়নের মধ্যকুল ছাতিয়ান তলায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ- জামান খান, সাধারণ সম্পাদক জয়দের চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম খান ও আব্দুর রশিদ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সুকুমার রায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।