সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনা ডুমুরিয়া খর্ণিয়া বাজারস্থ তহশিল অফিসের সামনে থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়েছে। গাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার চিংড়া গ্রামের মৃত আঃ সামাদ জোয়ার্দারে ছেলে মোঃ শাহাদাৎ জোয়ার্দার (৪০) এর নিজ নামীয় ক্রয়কৃত বাজাজ কোম্পানির লাল/কালো ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়েছে। যার ইঞ্জিন নং–jzzwg57123,চেচিস নং–md2a15bgwj1814।
তিনি গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় খর্ণিয়া বাজারস্থ তহশিল অফিসের সামনে রেখে জমির খাজনা দিতে অফিসের ভিতরে যায়।খাজনা পরিশোধ করে অফিস থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি যথাস্থানে নাই। তারপর অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।এর আগেও ইউএনও অফিসের অফিস সহায়ক মোঃ মহিদুল ইসলাম’র ডুমুরিয়া উপজেলার সামনে থেকে,আর একজনের নাগমা সিনেমা হলের পাশে মসজিদের সামনে থেকে,শাহ্পুর বাজার কমিটির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন গাজী’র বাজার মসজিদের সামনে থেকে,ডুমুরিয়া টলার ঘাটের ঔষধ দোকন্দার আমিনুর’র চুকনগর একটি মসজিদের সামনে থেকে,সাহস রাস্তার পাশ থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। তার কোনো হদিস মিলছে না। উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
এই বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।