মোঃ ফসিয়ার রহমান”পাইকগাছা (খুলনা) প্রতিনিধি //পাইকগাছায় ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ এনে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী মোঃ আল মুনছুর।
পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বাতিখালী গ্রামের মৃত সুলতান গাজীর পুত্র মোঃ আল মুনছুর বলেন, সরল মৌজায় এস এ ১৭৫ নং খতিয়ানের রেকর্ডের মালিক কিনুরাম মন্ডলের ওয়ারেশগণ বর্তমান বি আর এস রেকর্ডীয় মালিক পরিতোষ কুমার মন্ডল ও বিপ্লব কুমার মন্ডল এর নিকট থেকে গত ইং ১৫/৬/২২ তারিখ ১৯৮৮/২২ নং এবং ২/৬/২২ তারিখে ২১৮৪/২২ নং কোবলা দলিল মূলে ০. ০৩৮৪ একর সম্পত্তি ক্রয় করি। উক্ত জমিতে জনৈক অনিতা রানী পেশী শক্তি বলে পাকা প্রাচীর করতে থাকলে আমি পাইকগাছা থানার শরনাপন্ন হয়ে লিখিত অভিযোগ করি।
যার প্রেক্ষিতে ৩/৭/২২ তারিখে উভয় পক্ষ কে নিয়ে ওসি বসাবসি করেন। বসাবসির এক পর্যায়ে বিতর্কিত জায়গায় অনিতা রানী মন্ডল কে কাজ না করার জন্য জানিয়ে দেয়। কিন্তু অদৃশ্য কারণে অনিতা রানী মঙ্গলবার আবার কাজ শুরু করলে আমি ওসি জিয়াউর রহমান কে জানালে তিনি আমাকে উপজেলা চেয়ারম্যানের স্বরনাপন্ন হওয়ার পরামর্শ দেন। থানা পুলিশের কোন ভূমিকা না থাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি অত্র সাংবাদিক সম্মেলন করছি।
এ বিষয়ে অনিমা মন্ডল জানান,তাদের ওয়ারেশদের নিকট থেকে আমরা ক্রয় করেছি। যা জমি তারচেয়ে বেশি জমি তারা বিক্রি করে গেছে। যার কাছ থেকে আল-মুনছুর জমি কিনেছে তিনি তার দখল বুঝে দিক। আমি আমার জমিতে সিমানা প্রাচির দিচ্ছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।