মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // খুলনার বটিয়াঘাটায় সম্প্রতি ঈদুল আজহাকে সামনে রেখে উঠতি বয়সের যুবকেরা ছিনতাই কাজে জড়িয়ে পড়েছ । গত ১৫ দিনে দুটি ছিনতাই সংগঠিত হয়েছে ।
গত পরশু বৃহস্পতিবার বেলা ১টায় সদর ইউনিয়নের হাটবাটি টু কাছারীবাড়ি খুলসীবুনিয়া সড়কে কল্যাণী মন্ডল (৩৫) নামের এক মহিলা মোটরসাইকেল যোগে উঠতি বয়সের যুবকেরা গলা থেকে একটি স্বর্ণে চেইন ছিনতাই করে পালিয়ে যায়।সে সদর ইউনিয়নের খলসীবুনিয়া গ্ৰামের প্রদীপ কুমার মন্ডলের স্ত্রী।
জানা গেছে,কল্যাণী বাজারের কাজ সেরে ভ্যান যোগে খলসীবুনিয়া উদ্দেশ্য রওয়ানা দিয়ে হাটবাটি তিন রাস্তা মোড়ে পৌঁছালে কাছারীবাড়ি দিক থেকে মটরসাইকেল যোগে দুই যুবক কল্যাণীর গলা থেকে স্বর্ণের চেইনটি নিয়ে পালিয়ে যায়।এসময় কল্যাণী মারাত্মক আহত হন এবং শরীরের বস্ত্র ছিঁড়ে যায়।এছাড়া গত সপ্তাহে খুলনা-চলনা মহাসড়কে শৈলমারী ব্রীজের ওভার ব্রীজের সামনে বটিয়াঘাটা বাস-স্ট্যান্ডের হোটেল ব্যাবসায়ী মোঃ বাবুলের স্ত্রীর গলা থেকে মটরসাইকেল তিন আরোহী যুবকেরা একটি স্বর্ণে চেইন নিয়ে পালিয়ে যায়।এলাকার সচেতন অভিজ্ঞ মহলের দাবী ঈদকে সামনে রেখে উঠতি বয়সের যুবকেরা নেশার টাকা যোগাড় করতে ছিনতাই সংগঠিত করছে । পাশাপাশি ছিনতাইয়ের কাজে ছিনতাইকারীরা মটরসাইকেল ব্যবহার করছে।উক্ত মটরসাইকেল আরোহীদের না আছে মটরসাইকেলের বৈধ কোন কাগজপত্র, না আছে ড্রাইভারি লাইসেন্স।
প্রশাসন সামন্য তৎপর হলে ছিনতাই সংগঠিত কমে যাবে বলে জানিয়েছে।ছিনতাইয়ের অপরাধীরা ঈদ সামনে রেখে মাদক ও জাল টাকা কারবারিরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে । এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করেছে ।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ্ জালাল এপ্রতিবেদককে বলেন, ঈদুল আজহারকে সামনে নাশকতা ঠেকাতে থানা পুলিশের পাশাপাশি ক্যাম্প, ফাঁড়ি ও টহল পুলিশের টিমকে শক্তিশালী করে জোরদার করা হয়েছে।এছাড়া জেলা পুলিশ,ডিবি,র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।