পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া দক্ষিন পাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন, একই ইউনিয়নের ভেরচী নিমতলা মহাশ্মশানের প্রতিষ্ঠাতা ও চুকনগর বাজারে মমতা বস্ত্রালয়ের স্বত্তাধিকারী দানশীল ও বিশিষ্ঠ সমাজ সেবক মহাদেব পাল।
গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় গৌরীঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম হাবিবুর রহমান হাবিব-এর উপস্থিতিতে, এই দানবীর ভেরচী নিমতলা মহাশ্মশানের প্রতিষ্ঠাতা ও মমতা বস্ত্রালয়ের স্বত্তাধিকারী মহাদেব পাল ব্যাক্তিগত ভাবে দশকাহুনিয়া দক্ষিন পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে নগদ ৫০ হাজার টাকা ও অসহায় মানুষের জন্য ১০ টি শাড়ী অনুদান হিসাবে মসজিদ কমিটির হাতে তুলে দেন। তিনি উপস্থিত মুসল্লীদের সাথে কোলাকুলি করেন এবং বলেন, সকল মানুষই সমান, মানুষে মানুষে নেই কোন ভেদাভেদ। শুধু মত ও পথের পার্থক্য মাত্র। হিংসা-বিদ্বেষ ভুলে যেয়ে প্রেম, প্রীতি ও ভালবাসা বজায় রেখে চললে অনেক ভাল দিকের সন্ধান পাওয়া যেতে পারে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, দশকাহুনিয়া দক্ষিন পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আতিয়ার শেখ, সাধারন সম্পাদক মোশাররফ মোড়ল, ইমাম হাফেজ ওসমান গনি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্ত্তী, যু্গ্ম আহবায়ক মাহাবুর রহমান, মিঠু সরদার, রেজাউল শেখ, তবিবুর রহমান সোহাগ, যুবলীগ নেতা নাজিম গাজী, ফারুক তরফদার, মোঃ রনি সরদারসহ মসজিদের মুসল্লিবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।