পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ নেতারা বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। নড়াইলের দিঘলিয়ায় ধর্মীয় সংখালঘু ও তাদের মন্দিরে অগ্নি সংযোগের ঘটনার বিচার করে প্রমান করতে হবে এদেশে উগ্র ধর্মান্ধদের স্থান নেই ।
গতকাল বুধবার (২০ জুলাই) বিকালে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী-এর সভাপতিত্বে ও সাংবাদিক দীলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান,নাগরিক সমাজের সদস্য সচিব আজিজুর রহমান,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,উপজলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, উপজেলা মহিলা আওয়ামীলীগর সভাপতি রাবেয়া ইকবাল,সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু,পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক কবি বাবর আলী গোলদার,উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব ও ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল আলী,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,সাংবাদিক আশরাফুজ্জামান,এস আর সাঈদ,উদীচি শিল্পিগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক,উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস,শিক্ষক স্বপন মন্ডল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।