পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে উপজেলার নারায়ণপুর বিল থেকে মাছ মরতে গিয়ে পঞ্চানন মন্ডল (৫৫) নামে একজন মাছ শিকারী মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পঞ্চানন মন্ডল উপজেলার গড়ভাঙ্গা গ্রামের মৃত শরৎ চন্দ্র মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে পঞ্চানন মন্ডল জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে পাশ্ববর্তী সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর বিলে যান। সেখানে মাছ ধরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিকেলে নারায়ণপুর গ্রামের এক ব্যক্তি বিলে ঘাস কাটতে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার পাশে ছিল একটি মাছ ধরা জাল ও হাড়িতে দুটি শোল মাছ।
পঞ্চানন মন্ডলের ছেলে শিক্ষার্থী অপূর্ব মন্ডল বলেন, তার বাবা জাল দিয়ে বিভিন্ন বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জনে আমাদের সংসার চলতো। মাছ ধরতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নারায়ণপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম পাটোয়ারী বলেন, বিকেলে নারায়ণপুর বিলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। সন্ধ্যায় মরদেহ শনাক্ত হলে পরিবার ও এলাকাবাসীর উপস্থিতিতে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক আব্দুল কাদের বলেন, নারায়ণপুর বিল থেকে মাছ শিকারী পঞ্চানন মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।