শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি // পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার এক বর্ণাঢ্য
র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’প্রতিপাদ্যে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী,লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ লতিফুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।
আরো বক্তব্য রাখেন,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল,লোপাকে’র উপ-পরিচালক মোহাঃ কামরুল হক,উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল,হাশমি সাকিব,শরিফুল ইসলাম রুবেল,মতিয়ার রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ,মোঃ মাসুদুর রহমান, রাফিয়া আফরিন,শাহনাজ পারভীন,রিয়াজ মোর্শেদ রঞ্জু ও মোঃ আবু নাসের,উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।