এস,এম শামিম // দিঘলিয়ায় একদিনের ব্যাবধানে আবারও উদ্ধার হলো আরো একটি পিস্তল,ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি।দিঘলিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার (২৫ জুলাই) দেয়াড়া পশ্চিম পাড়া এলাকা থেকে একটি কাটা রাইফেল, ৫ রাউন্ড গুলি, রাম দা’সহ দুই জনকে আটক করে দিঘলিয়া থানা পুলিশ। এবং একটি মামলা দায়ের করা হয় যার নং- ১০, তাং-২ ৫/৭/২২ ইং।পরে ২৫ শে জুলাই রাতে রাজিব হোসেন ও ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে ইসমাইল হোসেন তার কাছে আরো একটি অস্ত্র রয়েছে বলে শিকার করেন।এবং তারই প্রেক্ষিতে পুলিশ সুপার, মোঃ মাহাবুব হাসান, এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, এ- সার্কেল এস,এম রাজু আহম্মেদ এর নেতৃত্বে দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
এসময় ইসমাইল হোসেন (৩৪) এর দেখানো মতে দিঘলিয়া থানাধীন সেনহাটি মদিনা মসজিদের সামনে ৭ নং ওয়ার্ড এলাকার মানিক ফকিরের বাড়ী হইতে ২৬ শে জুলাই রাত আনুঃ সাড়ে তিনটার দিকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে । এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ প্রেস ব্রিফিং এ জানান আসামীদের রিমান্ড গ্রহন সহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।