সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনা ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের মফিজ গাজীর স্ত্রী হিরা খাতুন (৩৪) নিজ স্বয়ং গৃহে আড়ার সাথে ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।গতকাল সোমবার (২৫ জুলাই)সকাল দশটার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বরুনা গ্রামের মফিজ গাজীর স্ত্রী হিরা খাতুন (৩৪) নিজ স্বয়ং গৃহে আড়ার সাথে ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছে।মাদকাসক্ত স্বামী মফিজ যৌতুকের জন্য প্রায় নির্যাতন করতো হীরা খাতুনকে বলে জানা যায়।মৃত্যুর কিছুদিন পূর্বে শশুর বাড়ি থেকে একটি ইজিবাইক এবং নগদ ৩ লক্ষ টাকা হীরা খাতুনের মাধ্যমে ঘর তৈরির কথা বলে নিয়ে আসে।সেই টাকা জুয়া ও মাদকদ্রব্য সেবনের মাধ্যমে উড়িয়ে দেয়।পুনরায় ১০/১৫ দিন আগে হীরা খাতুনকে তার মায়ের ব্যাংকে থাকা ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে সে মায়ের ব্যাংকে গচ্ছিত টাকা এনে দিতে রাজি না হলে হীরা খাতুনকে বেদম মারপিট করে এতে সে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে।
পরদিন সকালে স্থানীয় লোকজন জানতে পেরে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় হীরা খাতুনের নিজ গৃহে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায়। তখন স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ডুমুরিয়া থানায় নিয়ে আসে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া জানান,এ ঘটনায় থানায় ভিকটিমের ভাই সেলিম গাজী আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেছেন এবং লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।