এস,এম শামীম, দিঘলিয়া // দিঘলিয়ায় উপজেলা কৃষি অফিস আয়োজিত এক মাঠদিবস ২৭শে জুলাই বুধবার বিকাল সাড়ে ৪ টায় পথের বাজার এস.এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠদিবসে সভাপতিত্ব করেন,উপজেলা কৃষি অফিসার আব্দুস সামাদ।ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা,প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি,দিঘলিয়া কৃষি অফিসের উপসহকারী সাগর সরকার,মাঠ দিবসের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হেমায়েত কবির,উক্ত মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার আব্দুস সামাদ।প্রকল্প পরিচালক ফজলুল হক মনি,উপ-সহকারী দিঘলিয়া কৃষি অফিস সাগর সরকার,পথের বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, উপজেলা কৃষক লীগের সাধারণত সম্পাদক জুলফিকার আলি। সহ দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের কৃষক বৃন্দ উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।