পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার (২৭ জুলাই) দিনভর স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকালে কেশবপুর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন অনুষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে ও সদস্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা মহিলা আওমীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রামপ্রসাদ দেবনাথ, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য এস এম আসাদুজ্জামান আসাদ, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান প্রমুখ। দোয়া পরিচালনা করেন আব্দুস সবুর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।