নিউজ ডেস্ক // চুয়াডাঙ্গা শহরের জাফরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় মোটর সাইকেলে থাকা আরো ৩ জন আহত হয়েছেন।
আজ শনিবার (৩০ জুলাই) দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২৩) , নুরনগর কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু (২৩) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রী মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার (২৮)। আহত রনি হোসেন (৩৫) রাজশাহী জেলার বাগমারা থানার মোনহরপুর গ্রামের আলাউদ্দীন বিশ্বাসের ছেলে। তিনি এভারেস্ট ফার্মাসিটিউক্যালস গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসা শেষে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান,দ্রুতগতির দুই মোটরসাইকেল চালক পাশাপাশি অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।