পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সম্মেলন-২০২২ শনিবার (৩০ জুলাই) দিনভর অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরুর আগে সর্বপ্রথম কেশবপুর ঐতিহ্যবাহী পাবলিক ময়দানে শেখ রাসেল স্টেডিয়াম ও উপজেলা কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও খেলাঘর সংগঠনের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি র্যালী শহীদমিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবু সারাফ সাদেক অডিটোরিয়াম চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা খেলাঘর আসরের আয়োজনে শহরের আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে দিনব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব স্বপন মন্ডলের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মনোজ খেলাঘর আসরের সাধারন সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডঃ মোঃ আবু সাইদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী আলী ইদ্রীস, খেলাঘর খুলনা বিভাগ (একাংশ) ) সমন্নয় সহকারী অধ্যাপক হাসানুজ্জামান,খেলাঘর আসর যশোর জেলা কমিটির আহবায়ক ও যশোর পাবলিক প্রসিকিউটর এ্যাড.মুস্তাফিজুর রহমান (মুকুল) প্রমূখ।
বক্তব্য শেষে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাবেক সভাপতি আব্দুল মজিদ বড়ভাইকে সভাপতি ও সৈয়দ আকমল আলীকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য পরিবেশন করেন ছোট ছোট কোমলমতি শিশু শিক্ষার্থীরা। কেশবপুর উপজেলার প্রতিটি শাখা আসরের সভাপতি ও সম্পাদকসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।