এস.এম.শামীম দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন ০২/০৮/২০২২ রাত্র ১.২০মিনিটের সময়, ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।
প্রসঙ্গত:-গত ১৭ই জুন বারাকপুর বোয়ালিয়া চর নামক স্থানে একদল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন, আহত চেয়ারম্যান কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায়, গত রবিবার হার্টের সমস্যার কারণে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রাখা হয়।
গতকাল রাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার সকাল দশটায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে আলহাজ্ব গাজী জাকির হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বারাকপুর ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বর্তমানে বারাকপুর বাজার সহ-কয়েকটি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দিঘলিয়া থানা পুলিশ পরিস্থিতির পর্যবেক্ষণে রয়েছেন, কোন সহিংসতা না ঘটে সেই অবস্থানে আছেন বলে জানিয়েছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।