সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি খুলনা // খুলনা ডুমুরিয়ায় পরকীয়া করে ধামাচাপা দিতে কথিত সাংবাদিক আব্দুল কুদ্দুসের দাবিকৃত চাঁদার টাকা দিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ইলেকট্রনিক মিস্ত্রি পিন্টু বসু(৪৭)।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,রোজিনা (ছদ্দনাম)(৩৫) বছরের মুসলিম ডিভোর্সি এক নারীর সাথে তালা থানার গঙ্গারামপুর গ্রামের নারায়ণ বসুর ছেলে বর্তমান মালতিয়া গ্রামের বাসিন্দা পিন্টু বসু(৪৭) সাথে দীর্ঘ ৮ বছর যাবৎ পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এবিষয়টি মিমাংসা করতে গত ৭ জুলাই সকাল ৭ টার দিকে ঐ ডিভোর্সি মহিলা তার নিকট আত্মীয় স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে নিহত পিন্টু বসুর বাড়িতে যায়। এ সময় স্থানীয় লোকজন পিন্টু বসুকে উদ্যেশ্য করে নানাবিধ কটু কথা বলে চলে যায়। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মনিমোহন ঘোষ,পরিতোষ কুন্ডু, রতন ঘোষ,মোসলেম উদ্দীন বুলু,মালেক শঙ্কর ঘোষ, কনক, তাপস কুন্ডু, নেপাল ঘোষসহ মহল্লার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
নিহত পিন্টু বসুর স্ত্রী রিংকু বসু (৩০) সহ পরিবারের লোকজন কান্না বিজড়িত ভাবে বলেন,বেলা ১২ টার দিকে সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস,গৌতম রাহা,শংকর ঘোষসহ তিন জন এসেছিল বাড়িতে পিন্টু বসুর পরকীয়ার তথ্য সংগ্রহ করতে। এসময় বহুল আলোচিত বির্তিকিত সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস ভয়ভীতি হুমকি ধামকি দিয়ে পিন্টু বসুর কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় বড় ধরণের প্রতিবেদন করে দেয়া হবে। তাতে মানসম্মান নিয়ে টানা টানি পড়বে। টাকার কথা শোনামাত্র হতাশায় পড়ে যায় পিন্টু।এতো টাকা কোথায় পাবে?এসময় সাথে থাকা অন্য দুই জন সাংবাদিক তারা কোন কথা বলেননি বলে জানা গেছে।
টাকা না পেয়ে সাংবাদিকগন ওই বাড়ি ত্যাগ করে চলে যায়। এর ১০ মিনিট পর পিন্টু বসু নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
অভিযুক্ত সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,আমি সহ তিনজন সাংবাদিক গিয়েছিলাম। আমিও শুনেছি ১৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছেন কে বা কারা আমি জানিনা।
তথ্য অনুসন্ধান আরো জানা যায়, এই সাংবাদিক আব্দুল কুদ্দুসের নামে জবরদখল,চাঁদাবাজি,মিথ্যা সংবাদ প্রচার, হত্যা মামলা সহ, কয়েকটি মামলা রয়েছে। ইতিপূর্বে একটি হত্যা মামলায় সে জেল ও খেটেছে।
অনুসন্ধান আরো জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তার অপকর্মের ব্যাপারে তদন্ত করছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ কনি মিয়া বলেন,এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।