এস.এম.শামীম দিঘলিয়া // দিঘলিয়ায় বিকাশে ভুল নাম্বার চোলে যাওয়া ২০ হাজার টাকা উদ্ধার ও প্রকৃত মালিক এর নিকট হস্তান্তর করা হয়।আজ ১০ ই আগষ্ট বুধবার বেলা ১১টার দিকে দিঘলিয়া থানা পুলিশ ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া ২০ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে।
দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরী নং ৪০৫ সুত্রে জানা যায়,গত ১১/৫/২২ ইং তারিখে দিঘলিয়া থানায় বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি এলাকার বাসিন্দা সাহেব আলী গাজীর পুত্র মসজিদের ইমাম হুসাইন আহম্মেদ তার ডায়রীতে উল্লেখ করে যে তার বিকাশ নাম্বার থেকে ভুলে অন্য একটি ভুল নাম্বারে ২০ হাজার টাকা চলে যায়।তারই সুত্র ধরে দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর তত্ত্বাবধায়নে উক্ত টাকা দিনাজপুর জেলা থেকে উদ্ধার করে।পরে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী প্রকৃত মালিক মসজিদের ইমাম হুসাইন আহম্মেদ এর নিকট হস্তান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।