সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনার ডুমুরিয়ায় বাস-ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ট্রাকে থাকা ৮ টি গরু ঘটনাস্থলেই মারা গিয়েছে।
আজ শনিবার (১৩ আগষ্ট)সন্ধ্যা ৬ টার দিকে আঠারমাইল কাকুড়পাড়া বাঁকা মোড় টাওয়ার নামক স্হানে এ ঘটনা ঘটে। এ সময় গরুর গাড়ীর ট্রাক ড্রাইভার মোঃ শাহিনের রহমান (৪০) গুরুতর আহত হয়।তাকে স্হানীয়রা ও চুকনগর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।ট্রাকে থাকা আরও ৪ জন গুরুতর আহত হয়। নিহত শাহিনুর রহমান যশোর জেলার কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের মোঃ হায়দার আলী মোড়লের ছেলে।
স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,যশোর বাগআছড়া সাতমাইল গরু হাট থেকে ১৮ টি গরু ও ২টি ছাগল ক্রয়করে ব্যাপারী আনোয়ার মুন্সী ও ব্যাপারী লেদু মিয়া গরু ক্রয় করে ট্রাকে করে কুয়াকাটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।পথিমধ্যে কাকুড়পাড়া বাঁকা মোড়ে অপর দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক ক্রসিং করলে ঢাকা থেকে ছেড়ে আসা ঈমাদ পরিবহন সামনে চলে আসে। তখন ট্রাক ড্রাইভার ঈমাদ পরিবহনকে বাঁচানোর জন্য বামে মোড় নেই।এবং ঈমাদ পরিবহনের সাথে গরু বোঝায় ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় গরু বোঝায় ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, শনিবার সন্ধ্যায় ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা গরুভর্তি ট্রাকের (যশোর ট-১১-২৬৩৯) সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলেই ৮ টি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলো সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিল ব্যাপারীরা।
এ ব্যাপারে চুকনগর হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান সাংবাদিকদের বলেন আমরা দুর্ঘটনাট সংবাদ পাওয়া মাত্র চলে আসি। আহত ব্যাক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে পাটানো হয়েছে ।এসময় আমরা যান চলাচলের স্বাভাবিক পরিস্হিতিতে নিয়ে আসি। শুনেছি আহত ব্যাক্তি হাসপাতালে মৃত্যু বরণ করেছে। আমরা ঘটনা স্হল থেকে ২ টি ট্রাক আটক করেছি। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে মামলা করেলে আমরা আইনগত ব্যাবস্হা নেব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।