প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলায় ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শিশু নাঈমা খাতুনকে ধর্ষনের পর হত্যার অভিযোগে অভিযুক্ত উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যা ওরফে কুশো মোল্যার পুত্র মোঃ আমজাদ মোল্যা (৪০) এর রিমান্ড মন্জুর করেছে আদালত।
৭ আগস্ট উপজেলার একটি মাছের ঘেরের কচুরিপানার মধ্য থেকে শিশু নাঈমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তে পাঠিয়ে ওই রাতেই সন্দেহের তালিকায় থাকা আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
এ ঘটনায় শিশু নাঈমার পিতা মনিরুল বিশ্বাস বাদী হয়ে ৯ আগস্ট (মঙ্গলবার) এজাহার দিলে অভয়নগর থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে অভিযুক্ত আমজাদকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে এবং মাললা তদন্ত কর্মকতা জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করলে ১৪ আগস্ট রবিবার সিঃ জুডিঃ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক পলাশ কুমার দালাল আসামির দুই দিনের রিমান্ড মন্জুর করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।