বাগেরহাট প্রতিনিধি // নিম্নচাপের প্রভাবে ইঞ্জিন বিকল হয়ে উত্তাল বঙ্গোপসাগরে তিনদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জেনের সদস্যর।গতকাল সোমবার সকালে সুন্দরবনের শ্যালার চর এলাকা থেকে ‘ছোট হুজুরের দোয়া’ ফিশিং ট্রলারসহ উদ্ধার করা ১৩ জন জেলেকে বাগেরহাটের শরণখোলায় নিয়ে আসা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ আগস্ট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হতে ১৩ জন জেলেসহ ‘ছোট হুজুরের দোয়া’ নামের ফিশিং ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।গত ১৩ আগস্ট সকাল ৯টায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ে ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।এতে
১৩ জন জেলেসহ ফিশিং ট্রলারটি সাগরে ভাসতে থাকে।এবং পরদিন রবিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে ১৩ জন জেলেসহ সাগরে ভাসতে ভাসতে ফিশিং ট্রলারটি সুন্দরবনের শ্যালার চর উপকূল এলাকা এলে তারা মোবাইল নেটওয়ার্ক পেয়ে যায়। এরপর ওই বিকল হওয়া ফিশিং ট্রলার থেকে সাহায্য চেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে।এবং দ্রুত ৯৯৯ থেকে বিষয়টি মোংলা কোস্টগার্ড পশ্চিম জেন সদর দপ্তরকে জানান হয়।
এরপর রাতেই উদ্ধার অভিযান শুরু করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জেনের কচিখালী বিসিজি স্টেশনের সদস্যরা।এবং সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের শ্যালার চর উপকূল থেকে ভাসমান অবস্থায় ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।