মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোর শহরের ছাত্রাবাসের জানালা ভেঙে শুদিপ্ত বিশ্বাস বয়স ২৬ নামে মাস্টার্স শেষ বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার ১৬ আগস্ট বেলা ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে পৃথ্বীশ মজুমদারের ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সুদিপ্ত বিশ্বাস মাগুরা জেলা সদরের কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে ও তিনি যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
ছাত্রাবাসের মালিক পৃথ্বীশ মজুমদারের স্ত্রী তৃবেনী মজুমদার আমাদের প্রতিবেদককে বলেন,আমরা এই বাড়িতে বসবাস করিনা, দ্বিতল ভবনের নিচের ছয়টি রুম এবং উপরের তলায় ৫টি রুম সবই ছাত্রদের কাছে ভাড়া দেয়া।সকালে ছাত্রাবাসে দ্বিতীয়তলার একজন ফোন দিয়ে জানায় নিচের তলায় সুদিপ্ত নামের একটি ছেলে রুমে মৃত অবস্থায় পড়ে আছে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসে।এ বিষয়ে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল থেকে বলেন,জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি রুমের ভেতর কে দরজার কাছে মৃত অবস্থায় পড়ে আছে।রুমের ভেতর সব কিছু এলোমেলো অবস্থায় ছিলো। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যু কারণ জানা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।