সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক // খুলনার ডুমুরিয়ায় উৎসব মুখোর পরিবেশে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।সনাতন ধর্মাবলম্বীরা এ লক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজন ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠ আশ্রমে আলোচনা সভা ও উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কৃষ্ণ ঘোষ,জাতীয় পরিষদের সদস্য প্রফুল্ল রায়,জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাস,সম্পাদক রবীদ্রনাথ দত্ত,জেলা সহসভাপতি রনজিত কুমার ঘোষ,শোভা রানী হালদার,পুলিশের এসআই লক্ষণ চন্দ্র দাস,ইউপি চেয়ারম্যান মনোজিত বালা,ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল,শিক্ষক অরুন কুমার বিশ্বাস,অধ্যক্ষ রঞ্জন তরফদার,শিক্ষক অনুদ্যুতি মন্ডল,শিশির কুমার ফৌজদার,সঞ্জয় দেবনাথ,শিক্ষক রঞ্জন জোয়াদ্দার,সাংবাদিক সুব্রত ফজদার,কবি তুষার দত্ত, উত্তম কুমার বিশ্বাস,পলাশ দাস, পরিমল কুন্ডু, ভবতোষ মন্ডল, কার্তিক দাস প্রমুখ। অপরদিক মির্জাপুর মঠ ও বৃদ্ধাশ্রমের সভাপতি প্রকৌশলী তিমির কুমার মন্ডলের নেতৃত্বে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।