সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাতে একটি সুপারী বাগান থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত পরশু বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চরফলকন গ্রামের ঢালী বাড়ির পশ্চিমের একটি বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তবে,এখনো মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ,সিআইডি ও পিআইবির সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বিকেলে রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার (চরফলকন গ্রাম) এলাকায় আব্দুল গণির সুপারি বাগানে ওই যুবতীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি হিল জুতা ও ব্লেড পড়ে ছিল। পচন ধরেছে যুবতীর লাশেও। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি। তদন্ত চলছে বলে জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।