শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি // খুলনার পাইকগাছা উপজেলার পল্লীসমাজে বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধে গণনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ও সোমবার সন্ধ্যায় উপজেলার ভিলেজ পাইকগাছা ও রাড়ুলী পাড়পাড়া গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এ গণনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও ইনি সুরক্ষা কর্মসুচি অসহায় ও গরীব দুঃখী মানুষের আইনি সহায়তা নিশ্চিত, পারিবারিক কাজে পুরুষদের অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সমতা ইত্যাদি জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ গণনাটক প্রদর্শনী। ব্র্যাকের এ গণনাটক দলে রয়েছে ১০জন অভিনেতা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।