পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে ওই বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, শিক্ষক জাকির হোসেন, আজিবর রহমান, উদয় শংকর দাস, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু ও অভিভাবক জান্নাতুল ফেরদৌস মিতা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, স্পোর্টস ক্লাব ও ভলান্টিয়ার্স ক্লাব গঠন করা হয়। কেশবপুরে ভাব বাংলাদেশ প্রকল্পের আওতায় ৭ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ, উপবৃত্তি প্রদান ও বিভিন্ন উপকরণ প্রদান করছে ভাব বাংলাদেশ। প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দের সঙ্গে ইংরেজি শেখার প্রশিক্ষণ পেলে ইংরেজিতে আরও দক্ষ হয়ে গড়ে উঠবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।