1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে  পা ভাঙলো কেসিসির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খুলনার লবনচরায় মাদক বিক্রিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনায় মানববন্ধন কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় ওয়ার্ড বিএনপির পৃথক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার কালিগঞ্জের নলতায় এক কিশোরকে ছুরিকাঘাত দিঘলিয়ায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে আজিজুল বারী হেলাল লক্ষ্মীপুরে অনিবন্ধিত অবস্থায় নিন্মমানের ভেজাল খাদ্যদ্রব্য পাওয়ায় অক্ষয় স্টোর এবং জামাল বেকারীকে জরিমানা ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আমজনতার দল খুলনা,র মানববন্ধন অনুষ্ঠিত নারী নির্যাতন ও ধর্ষণ  প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ  বাগেরহাটে ধর্ষকের ফাঁসির দাবিতে মশাল মিছিল অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন -সোনাডাঙ্গা থানা যুবদল বিএনএ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও আলোচনা সভা সাতক্ষীরায় কৃষকদল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা: এলাকাবাসীর হাতে আটক এক, পুলিশের অভিযান অব্যাহত কেশবপুরের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ

যশোর ঝিকরগাছার নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতি ও বিভিন্ন দোকানে চুরির ঘটনায় ১২ জন আটক

  • প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার শেয়ার হয়েছে

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোর ঝিকরগাছায় খুনসহ ডাকাতি এবং যশোর শহরের তিনটি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনার সাথে জড়িত ১২ জনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।ডিবির ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম কুষ্টিয়া রাজবাড়ি,বরিশাল,ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১২ লাখ টাকার মালামাল উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।আজ বুধবার যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।আটককৃতরা হলেন,বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের ইউনুসের ছেলে শাওন ইসলাম ওরফে সোহাগ,পটুয়াখালী জেলার সদর উপজেলার শেখহাটি গ্রামের লোকমান মৃধার ছেলে মাহাতাব মৃধা, একই এলাকার সিরাজ খাঁর ছেলে রিয়াজ খাঁ, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের ছেলে শামীম তালুকদার, নন্দপুর গ্রামের কবির মোল্লার ছেলে মাসুম মোল্লা, বীরাদ্দন গ্রামের ফজলু হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার, বিহারীপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে শহিদুল খান, পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের শাহজান সিকদারের ছেলে সোহাগ সিকদার, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের ইমদাদুল শেখের ছেলে রাসেদুল ইসলাম রাসেল, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিবদারা গ্রামের সোবাহান খানের ছেলে এনামুল খান, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোক্তার সিকদারের ছেলে শিপন সিকদার ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পূর্ববন্ধ ডাকপাড়ার বাসিন্দা ও বরিশালের বানরিপাড়া উপজেলার বড় চাউলকাঠি গ্রামের আশরাফ আলীর ছেলে এমাদুল ইসলাম। আসামির মধ্যে রাসেল, এনামুল, সিপন সিকদার ও এমাদুল ডাকাতি ও চোরাইপন্য কেনাবেচার সাথে জড়িত অপর আটজন সরাসরি ডাকাতি ও চুরির সাথে জড়িত বলে পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে।

আজ বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে এসপি প্রলয় কুমার জোয়ারদার আরও জানান, সংঘবদ্ধ চক্রটি নিজেদের ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় ঘুরে বেরায়। যেখানে চুরির সুযোগ পায় সেখান থেকে তারা চুরি করে। এছাড়া ডাকাতির সুযোগ পেলে ডাকাতি করে ওইসব পণ্য ট্রাকে করে ওই জেলা থেকে অন্য জেলাকে সটকে পরে। পরে সেসব পন্য দেশের বিভিন্ন জেলাতে কুরিয়ার কিংবা নির্ধারিত সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে বিক্রি করে। ঠিক একই ভাবে গত ১৩ আগষ্ট রাতে তারা ঝিকরগাছার কৃষ্ণনগর রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেকট্রনিক্যাল ওয়ার্কসকে তারা ডাকাতি করে। এসময় নৈশ প্রহরী আব্দুস সামাদকে হত্যা করে প্রায় আড়াইলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অনুরুপ ভাবে যশোর শহরের উপশহর এলাকার সিকদার মটরস থেকে ৩৭ লাখ ২০ হাজার টাকার মালামাল, মুড়লি মোড়ের মেসার্স কর্নফুলী ট্রেডার্স থেকে ১৬ লাখ ৭২ হাজার ৫শ’ টাকার মালামাল ও বকচরের খাদিজা এন্টার প্রাইজ থেকে সাত লাখ ৯০ হাজার ২শ’ টাকার মালামাল লুট করে। ওই সব মালামালের মধ্যে ছিলো ব্যাটারী, লুব্রিকেন্টস ও মটর পার্টসের যন্ত্রাংশ। এসব ঘটনায় পৃথক চারটি মামলা হয়। এ মামলাগুলোর তদন্তভার ডিবির উপর দেয়া হয়।ডিবি পুলিশ এ বিষয়ে অভিযানে নামে। বিভিন্ন জেলায় গোয়েন্দা নজরদাবি শূরু করে। শেষ মেষ গত ২৩ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে একটি পেট্রোলপাম্পে ডাকাতি প্রস্তুতি কালে যশোরের ডিবি পুলিশ হাতে নাতে ওই আটডাকাতকে আটক করে। পরে তারা যশোরের এসব ডাকাতি ও চুরি এবং নৈশ প্রহরীকে হত্যার কথা স্বীকার করে। একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। চট্রগ্রাম, বরিশাল ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১২ লাখ ২০ হাজার টাকার চোরাই পন্য, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয় ও অপর চার আসামিকে আটক করা হয়। উদ্ধার কৃত পণ্যের মধ্যে রয়েছে ঝিকরগাছা থেকে ডাকাতি হওয়া দুই লাখ ২০ হাজার টাকার ব্যাটারী, উপশহর থেকে চুরি হওয়া তিন লাখ চার হাজার ৭শ’ ২০ টাকার লুব্রিকেন্ট, বকচর থেকে চুরি হওয়া পাঁচলাখ ৪৬ হাজার টাকার ২১টি টায়ার, মুড়লি মোড় থেকে চুরি হওয়া এক লাখ ৮৪ হাজার ২শ’৫০ টাকার লুব্রিকেন্ট। এছাড়া একটি ট্রাক ও হত্যায় ব্যবহৃত স্কচটেপ ও ১২ টি মোবাইল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন। আটক ১২ আসামি ওই চারটি মামলায় আটক দেখানো হয়েছে। তাদের মধ্যে ডাকাতি ও হত্যাকান্ডে জড়িও কয়েকজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।