এম.কে.জামান সুমন,ঢাকা // রাজধানীর ২৮,বিজয়নগর পল্টন লাইনে এক টিভি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
আজ (বুধবার) রাজধানীর ২৮, বিজয়নগর, পল্টন লাইনে, হোটেল ৭১ এর গলিতে একটি টিভি তৈরির কারখানায় সন্ধ্যা আনুমানিক ৬.১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৩ তলার এই ভবনটি ৩য় তলা টিনের শেড ও পুরো ভবনটিতে হামীম টিভি তৈরির মালামাল এবং প্রস্তুত কারক প্রতিষ্ঠান। উপরে ছিল টিভি একসেসরিজের গোডাউন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ভাড়ায় চালিত এই হামীম টিভি তৈরির কারখানার মালিক- মোঃ হামিম।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, কোন লোকজন হতাহত হয়নি, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। কোটি টাকার মালামাল ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। দুটি ভবনের মাঝে গাড়ী যাবার মত জায়গা না থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। তাছাড়া ভবনটিতে আগুন নিভানোর কোন সরঞ্জাম ও পানি সরবরাহ না থাকার ফলে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
আশপাশে জলাধার না থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের দীর্ঘ ৩ ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।