এম.কে.জামান সুমন,ঢাকা // তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী সহ সারাদেশে বামদল গুলোর ৯ টি জোটের ডাকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হয়।
আজ (বৃহস্পতিবার) পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেল, সার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল থেকে রাজধানীর পল্টন, শাহবাগ, ফার্মগেট সহ দেশের বিভিন্ন জায়গায় বাম দলের জোট সমূহের ডাকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ঢাকা সহ সারাদেশে ঢিলে ঢালা ভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়।
কর্মসূচীর মধ্যে প্রতিবাদ সমাবেশ, প্ল্যাকার্ড প্রদর্শন, লিফলেট বিতরণ, রাস্তায় বসে অবস্থান, রাস্তার মধ্যে লেখা অংকিত করে প্রতিবাদ করা হয়।সড়ক অবরোধ করে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করে বাম জোটর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর ফলে রাজধানীর কিছু সড়কে যানবাহনের দীর্ঘ সারিসহ যানযট সৃষ্টি হয়। পুলিশকে কিছুটা নিরব ভূমিকা পালন করতে দেখা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।