এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা // দিঘলিয়ায় গতকাল ২৫শে আগষ্ট ৩ নং সদর ইউনিয়ন এর পথেরবাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর বিএনপির অতর্কিত হামলায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, ছাএলীগের সিনিয়র সহ সভাপতি সোহেল সরদার, সদর ইউনিয়ন ছাএলীগের যুগ্ম আহবায়ক রাতুল খান,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খান দেলোয়ার হোসেন,বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স,যুব নেতা আল-আমীন সহ ১৫ জন মারাত্মক আহত হয়েছে।
২৬ শে আগস্ট শুক্রবার বেলা ১১ টায় ফেরিঘাট আওয়ামী লীগের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করে সদর ইউনিয়ন আওয়ামী লীগ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন,৩ নং সদর ইউনিয়ন এর সভাপতি শেখ আনসার আলী,সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলামসহ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী,তিনি সাংবাদিকদের সাথে লিখিত অভিযোগে বলেন গত ২৫ শে আগষ্ট বৃহস্পতিবার বিকালে পূর্বঘোষিত অনুযায়ী পথেরবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় আওয়ামী লীগ নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল এসময় লুৎফরের বটতলায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র রামদা জিআই পাইপ লাঠিসোটা সহ অতর্কিত হামলা চালায় এসময় পথের বাজার আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে তারা বাজারের দোকানপাট ভাঙচুর করে।এসময় আওয়ামী নেতা কর্মীদের ১০/১২ টি মোটরসাইকেল ভাংচুর করে বলে সংবাদ সম্মেলনে জানান এবং এই সন্ত্রাসী হামলার জড়িত বিএনপি যুবদল ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।