অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি // মোংলায় শুরু হয়েছে বনবিভাগের তিন দিনব্যাপী নৌযান চালনা, ইন্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ।শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বনবিভাগের ফুয়েল জেটি রেস্টহাউজে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপ ইয়ার্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম রাব্বানী, সহকারী প্রকৌশলী মোঃ শুকুর আলী মোল্লা, সুন্দরবন পশ্চিম বনবিভাগের মেকানিকাল সুপার ভাইজার মোঃ ফরিদ উদ্দিন ও সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সুন্দরবন পূর্ব বনবিভাগের ৩০ জন বোটম্যান অংশগ্রহণ করেছেন।টেকসই বন ব্যবস্থাপনার লক্ষে সুন্দরবনে সুপেয় পানীয় জল সরবরাহের জন্য পুকুর খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় এ দক্ষতা অর্জন প্রশিক্ষণের আয়োজন করেছেন বনবিভাগ।
প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, এ প্রশিক্ষণ শেষে কেউ যদি নৌযান চালনা, ইন্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অযোগ্যতার প্রমাণ দেন তাহলে তার জায়গা আর বনবিভাগে হবেনা। তাই অংশগ্রহণকারী সকলকে মনোযোগের সাথে এ প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজ নিজ কর্ম দক্ষতা অর্জন ও তা বাস্তবে কাজে লাগানোর জোর তাগিদ দেন তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।