সরদার বাদশা(নিজস্ব প্রতিবেদক)// খানজাহান আলী সাংবাদিক ফোরামের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে ৮ টায় শিরোমণিস্থ নিজস্ব কার্যালয়ে।খানজাহান আলী সাংবাদিক ফোরামের সভাপতি মিয়া বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর বিষ্ণুর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্ধারিত আলোচনায় আংশ নিয়ে বক্তৃতা করেন সংগঠনের কার্যকরি সভাপতি মোড়ল মুজিক্স রহমান ( দৈনিক সংযোগ বাংলাদেশ ) সিনিয়র সহ-সভাপতি জিয়াউল ইসলাম দৈনিক ভোরের দর্পণ ) , সরদার বাদশা ( খুলনার খবর ), যুগ্ম সম্পাদক খান আতিকুর রহমান বাবু ( দৈনিক ( খুলনা ) , সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন ( দৈনিক শিরোমণি ) আইন সম্পাদক এ্যাড . কামাল হোসেন , তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মাসুম ( দৈনিক সংযোগ বাংলাদেশ ) , সাংস্কৃতিক শেখ ইউসুফ আলী ( দৈনিক আলোকিত বাংলাদেশ ) , কোষাধ্যক্ষ শেখ ইদ্রিস আলী ( দৈনিক রাজুপথের দাবী ) সম্পাদক মো . আলমগীর হোসেন ( দৈনিক ডেন্টাটাইমস ) , প্রচার সম্পাদক মো . ফরহাদ মোড়ল ( খুলনার দর্পণ ) , মুক্তিষোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কুদ্দুস , মুক্তি মাহমুদ ( আমার একুশ ) , মো . মুন্ডুর শেখ ( আমার একুশ ) , মো . ইব্রাহীম দৈনিক ঢাকার বার্তা ) , গাজী নাসিম ( দৈনিক সংযোগ বাংলাদেশ ) , প্রতিশকুমার মণ্ডল ( দৈনিক রাজপথের দাবী ) , মো . শাহিনুজ্জামান ( দৈনিক ঢাকার বার্তা ) , মো . আলী আকবর ( দৈনিক শিরোমণি ) । সাধারণ সভায় খানজাহান আলী সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিল।সভায় নকাঠিত খানজাহান আলী সাংবাদিক ফোরামের পরিচিতি সভা ও শিরোমণি প্রধান কার্যালয়ের উদ্বোধনের বিষয়েসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।