এস.এম.শামীম দিঘলিয়া খুলনা // নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন,বাংলাদেশ নির্বাচন কমিশন চায় বাংলাদেশে সকল দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সকল দলের অংশ গ্রহণ করলে নির্বাচন প্রতিযোগিতামূলক ও অবাধ ও নিরোপেক্ষ হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, আমরা চাই নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ। কোনো দল নির্বাচনে অংশ গ্রহন না করলে আমরা কি করতে পারি। আমরা সংবিধানের বিধি বিধানের বাইরে কিছু করতে পারি না। তিনি উপস্থিত ভোটারদের নির্ভুল তথ্য ও সুন্দর ছবি নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরদের ও ভোটারদের পরামর্শ প্রদান করেন।তিনি রবিবার ( ২৮ আগষ্ট) দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ হুমাউন কবির, খুলনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার সৌমেন নিশ্বাস ছন্দ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার বিশ্বাস, ইউপি সদস্য আসাদুজ্জামান, রিপন মোড়ল, আকবার সরদার, আমীর হোসেন, সাইফুল ইসলাম রিতা,মল্লিক আজিজুল ইসলাম, মোঃ সাইফুল্লাহ, শেখ আশরাফ হোসেন, মোশাররফ হোসেন, মহিলা সদস্যা ঝর্ণা বেগম, পলি খাতুন, আলেয়া পারভীন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।