নিউজ ডেস্ক // মরুর বুকে এবারের ১৫তম এশিয়া কাপের পর্দা উঠেছে দুই দিন আগেই। তবে এখনো পর্যন্ত মাঠে গড়ায়নি বাংলাদেশের ম্যাচ। অবশ্য প্রথম ম্যাচে আফগানিস্তান যেভাবে শ্রীলংকাকে কাঁপিয়েছে সেটাই ভাবার বিষয়।
নিজেদের প্রথম ম্যাচ দেরিতে থাকায় দুবাই পৌঁছে কয়েকদিন সময় পেয়েছেন সাকিবরা নিজেদের প্রস্তুত করে নিতে। ধারণা করা হচ্ছে সাকিব-নাঈমরা যথেষ্ট অনুশীলন করেছেন নেটে যার প্রতিফলন মিলবে ম্যাচে।
মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হতে প্রস্তুত টাইগাররা। মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা।’
এবারের এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত,মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ,পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন,নাসুম আহমেদ, ও তাসকিন আহমেদ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।