দিঘলিয়া প্রতিনিধি // দিঘলিয়া উপজেলা জুড়ে চলছে ৬০ টি মন্দিরে প্রতিমা তৈরীর প্রতিযোগীতা।দিঘলিয়া উপজেলাধীন সনাতন ধর্মালম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন প্রান্তে প্রায় ৬০ টি মন্দিরে শারদীয় উৎসব পালনকে কেন্দ্র করে চলছে প্রতিমা তৈরীর প্রতিযোগিতা।
সরেজমিনে ঘুরে দেখা যায়,প্রতিবছরের ন্যায় এবারও দিঘলিয়া উপজেলায় প্রতিটি মন্দিরে চলছে খড় কুটো আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরীর প্রতিযোগিতা।কোন মন্দিরের প্রতিমা কতটা সুন্দর হয় এটাই হলো প্রতিযোগিতার মূল অংশ এই প্রতিমা তৈরীর কাজে যারা লিপ্ত আছেন ( ভাস্কর্য) তারা বলেন,আর ২৮ দিন পরেই এই ধরাধামে দুর্গা মায়ের আবির্ভাব ঘটবে এরই মধ্যে শেষ করতে হবে এই প্রতিমা তৈরির কাজ।তারা আরও বলেন,এখন আমরা খড় কুটা আর কাদামাটি দিয়ে প্রতিমাটির অবকাঠামো তৈরি করছি এরপর প্রতিমাটিকে চোখ নাক মুখ একে একটি পূর্ণাঙ্গ রূপে আনতে হবে এবং রঙের আবরণে সাজসজ্জা দিয়ে পূর্ণাঙ্গরূপে সাজিয়ে তুলতে হবে।
এটাই হলো আমাদের কাজ।তারপরই পূজারী পূজার আয়োজন করবেন এবং শুরু হবে সনাতন ধর্মালম্বীদের উৎসবের ঘনঘটা এরই মধ্যে একজন সনাতন ধর্মালম্বী বলেন সরকারী সহযোগীতা ও প্রশাসনের সহয়তা পেলে ২০২২ সালের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মালম্বীরা বেশ ধুমধামের সহিত পালন করার আশা ব্যক্ত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।