প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটপাড়া বাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্যানেলে ৩ জন করে ৬ জন,পৃথকভাবে সভাপতি পদে ১ জন এবং সাধারণ সম্পাদক পদে ১ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।ভাটপাড়া বাজারের প্রধান উপদেষ্টা বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, বেলা ১২ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৯৫ জন ভােটারের মধ্যে ২৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণের জন্য সিংগাড়ী মডেল স্কুলের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেন, পিপিবি স্কুলের প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন,অভয়নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার পাল, ভাটপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমানের উপর দায়িত্ব অর্পণ করা হয়।এছাড়াও ভাটপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ প্রশাসন উপস্থিত থেকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করেন।নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইদুল ইসলাম চেয়ার প্রতীকে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে ৭০ ভোট এবং জাহিদুর রহমান ছাতা প্রতীকে ৪ ভোট পান।এ পদে বাতিল ভোট সংখ্যা ৯ টি। সাধারণ সম্পাদক পদে আপেল প্রতীকের আমিনুল ইসলাম মিন্টু ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মল্লিক গোলাম মোস্তফা আনারস প্রতীকে ৬১ ভোট এবং কাঁঠাল প্রতীকের আলামিন ৪৫ ভোট পান। এ পদে বাতিল ভোট সংখ্যা ৮ টি। কোষাধ্যক্ষ পদে বিশ্বজিত ঘোষ মোরগ প্রতীকে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবশংকর দে মাছ প্রতীকে ৬৩ ভোট পান। এপদে বাতিল ভোট সংখ্যা ১৬ টি।
নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে প্রধান উপদেষ্টা বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।