অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি // সুন্দরবন সংলগ্ন মোংলার খরমা-কাটাখালী এলাকার একটি মুরগির খামার থেকে বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার হওয়া অজগরটি পুনরায় বনের গৃহীনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা-কাটাখালী এলাকার বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের (৪৫) বাড়ীর মুরগির খামারে ঢুকে মুরগি ধরে খাচ্ছিল একটি বিশাল আকৃতির অজগর সাপ। বৃহস্পতিবার ভোরে খামার মালিক মুরগির ব্যাকপ ডাকাডাকির শব্দ শুনে খামারে এসে দেখেন একটি অজগর খামারের মুরগি ধরে ধরে খাচ্ছে।পরে বনবিভাগকে খবর দিলে বনবিভাগের কর্মকর্তা মোঃ শাহজাহান ও বাঘবন্ধু মারুফসহ এলাকাবাসীর সহায়তায় সকাল ৭টার দিকে তারা খামার থেকে সাপটি উদ্ধার করেন।এরমধ্যেই সাপটি ওই খামারের তিনটি মুরগি খেয়ে ফেলে। বন কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, উদ্ধার হওয়া এ অজগরটি লম্বায় ১৫ ফুট, আর ওজন ২৭ কেজি।
তিনি আরো বলেন, সাপটি উদ্ধারের পর সকাল ৯টার দিকে বরইতলা টহল ফাঁড়ির বনের গহীনে অবমুক্ত করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।