সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি খুলনা // খুলনার ডুমুরিয়ায় উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে গতকাল শুক্রবার( ৯ সেপ্টেম্বর )বিকাল আনুমানিক ৪ টায় সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছে।নিহতরা হলেন,হাছেন মলঙ্গীর দুই ছেলে নাজমুল (৩২) ও এনামুল (২৪)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বিকেলে পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যায় দুইভাই। রাত ৮টা পার হয়ে গেলেও দুই ভাই বাড়ি ফিরে না আসায় অপর ভাই রবি ও তার মা তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে খুঁজে বিলের মধ্যে মৃত অবস্থায় নাজমুল ও এনামুলকে দেখতে পায়।একসাথে আপন দুই ভাইয়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ শনিবার সকাল ১০:৩০ টায় মরহুমদের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এই মর্মান্তিক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।